প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১১:৫৬
দলের সিদ্ধান্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি
.. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শাহরাস্তি উপজেলার কৃতী সন্তান আনোয়ার হোসেন খোকন বলেছেন, দলের যে কোনো সিদ্ধান্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া থাকতে পারে, কিন্তু দল যে সিদ্ধান্ত দিবে তা আমাদের মেনে চলতে হবে। আমরা কেউ সিনিয়র কেউ জুনিয়র হতে পারি, কিন্তু দলের প্রয়োজনে যাকে যে দায়িত্ব দেয়া হবে সেই দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনাকে হটানো সম্ভব হয়েছে। এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি, কিন্তু তিনি তা বলে বেড়ান না, ইতিহাসে সেটা একদিন লেখা হবে। বিগত ১৭ বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনাব তারেক রহমান গণতন্ত্রকে সুসংগঠিত করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছেন। নেতা একজন, তিনি হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। আমরা এখানে কেউ নেতা বা প্রজা নই, দলের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ।
|আরো খবর
গত ২৫ অক্টোবর রাতে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় অবস্থানরত ও প্রবাসে থাকা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর আমি এলাকায় যাইনি, কিন্তু আমি দলের জন্যে কাজ করছি। ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছি, শাহরাস্তি থানা ছাত্রদলের আহ্বায়ক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি।তিনি বলেন, প্রত্যেকটি নেতা-কর্মীর মতামতের গুরুত্ব দিতে হবে, আমরা এখানে কেউ কারো অধীনস্থ নই। সাধারণ নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আপনাদের চাওয়া- পাওয়া থাকতেই পারে, আপনারা যে কোনো দাবি করতেই পারেন, সেটি বিবেচনা করবে দল। দল যে সিদ্ধান্ত দিবে আমরা তা মেনে নিবো। আপনাদের দাবি দলের কাছে উপস্থাপন করুন এবং দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখুন। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আজকের দিনটি আমার স্মৃতির পাতায় লেখা থাকবে। এতোটুকু আশ্বস্ত করতে পারি, আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো বন্ধু, আমি বৃহত্তর হাজীগঞ্জের মানুষ, আমি সকল অবস্থায় আপনাদের সাথেই থাকবো। দলের দায়িত্বে থাকায় বিভিন্ন দেশে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তবে আপনাদের সাথে কাজ করার সুযোগ হয়ে উঠেনি। এখন থেকে আমি সব সময়ই আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। মনে রাখতে হবে, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।
সাবেক ছাত্র নেতা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং ফারুক আহমেদ মজুমদারের সঞ্চালনায় প্রায় দুই শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে শুক্রবার রাতে এ সভাটি জুম মিটিং আকারে অনুষ্ঠিত হয়। এতে দু উপজেলার নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন দেশ থেকে অনেক নেতা অংশগ্রহণ করেন। সভার শুরুতে নেতা-কর্মীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সভায় নেতা-কর্মীরা তাদের মতামত বক্তব্য করেন। সভার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। শাহরাস্তি উপজেলার বিজয়পুর গ্রামের কৃতী সন্তান আনোয়ার হোসেন খোকন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। লন্ডনে অবস্থান করেও অর্থাৎ প্রবাসে থেকেও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে চলছেন। সম্প্রতি শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার ভবিষ্যতের কাণ্ডারী হিসেবে অনেকেই আনোয়ার হোসেন খোকনের প্রতি আস্থা রাখছেন। নেতা-কর্মীদের দাবির মুখে প্রথমবারের মতো শাহরাস্তি- হাজীগঞ্জ নির্বাচনী এলাকার তৃণমূলের নেতা-কর্মীদের মুখোমুখি হন তিনি। তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে এলাকার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে লন্ডনে বসবাস শুরু করেন। অচিরেই শাহরাস্তি ও হাজীগঞ্জে পা রাখবেন বলে তিনি নেতা-কর্মীদের আশ্বস্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদারের পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে সভাটি শুরু হয়।