প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৭:৪২
সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক .....এনডিপির চেয়ারম্যান কে. এম. আবু তাহের
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে. এম. আবু তাহের ফরিদগঞ্জ সদরের মন্দির পরিদর্শন করেছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গা পূজা। এই পূজায় মন্দিরে আসা সকলকে তিনি শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা বাংলাদেশী।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, যুগ্ম মহাসচিব সুমন জামান, চাঁদপুর জেলা সভাপতি মো. মিজানুর রহমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, জনতার অধিকার পার্টির মহাসচিব রাজা আহাম্মেদ, এনডিপির ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের সভাপতি গাজী মোস্তফা প্রমুখ।
১১ অক্টোবর শুক্রবার রাতে তিনি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিদর্শন করেন।