প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯
ইসলামী আন্দোলন চাঁদপুর সদর ১২নং চান্দ্রা ইউপিতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন
নাগরিক হিসেবে মুসলিম, হিন্দু, ত্রিপুরা, খ্রিস্টান সকলের অধিকার সমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২ নং চান্দ্রা ইউনিয়নের পক্ষ থেকে ৯ নং ওয়ার্ডে ১০৬নং সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (নগর) মুসলিম ,হিন্দু, ত্রিপুরা সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলাম শান্তি ও মানবতার ধর্ম,নাগরিক হিসাবে মুসলিম হিন্দু ত্রিপুরা খ্রিস্টান সকলের অধিকার সমান।এখানে প্রত্যেক নাগরিক সমান অধিকার এবং সুযোগ-সুবিধা ভোগ করবে এখানে কেউ বৈষম্যের শিকার হবেনা, তাই দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ইসলামের পক্ষে এগিয়ে আসা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা আপনাদের খোঁজখবর রাখছে এবং আমাদের সাধ্যানুযায়ী আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ত্রাণ বিতরণকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ সহ প্রচার সম্পাদক এইচএম নিজাম,মাহবুব ইমরান মাসুম ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি রাকিব হোসেন১২নং চান্দ্রা ইউনিয়নের সভাপতি হোনা মাওলানা মুজিবুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ।