বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২

আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

অনলাইন রিপোর্টার
আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
ছবি: প্রতিকী

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে রাব্বির হোসেন (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। এর আগে, গত ৩০ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকায় পিকনিক নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে রাব্বির আহত হলে তাকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত রাব্বির উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তর পাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৩০ আগস্ট রাতে নিজ এলাকাতে পিকনিক করছিলেন সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য বাদশা ও রেজাউল চৌধুরীর সমর্থক দুটি গ্রুপ। পরে তাদের ভেতর একটা উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় রাব্বির। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। এ ঘটনার পরের দিন থানায় হামলার অভিযোগ এনে সাতজনের নামে মামলা করেন রাব্বিরের পরিবারের সদস্যরা। পরে গত শুক্রবার রাতে রাব্বিরের মৃত্যু হয়। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পিকনিককে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য বাদশা ও রেজাউল চৌধুরীর সমর্থক দুই গ্রুপের সংঘর্ষে রাব্বির আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়া হয়। এ ঘটনায় হামলার অভিযোগে একটি মামলা হয়েছিল, তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ছেলেটি শুক্রবারে মারা গেছে। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যসূত্র :দৈনিক শিক্ষাডটকম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়