শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৮

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৯ এমএম তারাস ও ৭.৬২ পিস্তল ও ৩০ রাউন্ড গুলিসহ মা ও ছেলে আটক

স্টাফ রিপোর্টার।।
শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৯ এমএম তারাস ও ৭.৬২ পিস্তল ও ৩০ রাউন্ড গুলিসহ মা ও ছেলে আটক

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৯ এমএম তারাস ও ৭.৬২ পিস্তল ও ৩০ রাউন্ড গুলিসহ দু আসামিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রাত অনুমান ৮টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও অফিসার ইনচার্জ শাহরাস্তি-এর নেতৃত্বে শাহরাস্তি পৌরসভাস্থ পশ্চিম উপলতাধীন জমির উদ্দিন বেপারী বাড়ির জনৈক মো. আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র আছে মর্মে সংবাদ পেয়ে তার সত্যতা যাচাইয়ের নিমিত্তে আলমগীর হোসেনের পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি ৯ এমএম তারাস পিস্তল ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ অভিযানে মা ও ছেলে যথাক্রমে লাভলী বেগম (৪০) (স্বামী-মো. আলমগীর হোসেন) ও মো. ফয়সাল হোসেন ওরফে শাকিল (২১) (পিতা-মো. আলমগীর হোসেন)কে গ্রেফতার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. লুৎফর রহমান। এ বিষয়ে মামলা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়