রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১৮:২৭

ঢাকার রাজপথে গুলিতে নিহত ঈমান হোসেনের পরিবারকে চাঁদপুর জেলা বিএনপির সান্ত্বনা

স্টাফ রিপোর্টার
ঢাকার রাজপথে গুলিতে নিহত ঈমান হোসেনের পরিবারকে চাঁদপুর জেলা বিএনপির সান্ত্বনা

ঢাকার রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। 

শুক্রবার (৩০ আগস্ট) চাঁদপুর সদর উপজেলার ১২নং চাঁন্দ্রা ইউনিয়নের কৃর্তী সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে-ঢাকার রাজপথে শহীদ হওয়া ঈমান হোসেনের পরিবারকে,সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছেন,চাঁদপুর জেলা বি'এন'পির বিপ্লবী সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এদিন বেলা এগারোটার সময় নিহত ঈমান হোসেনের বাড়িতে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর ও সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, অবৈধ শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শত শত ছাত্র- জনতা ও বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন করেছে। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের আমরা ভুলবো না। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। চাঁদপুরের যারা ঢাকার রাজপথে শহীদ হয়েছে জেলা বিএনপি তাদের পরিবারের পাশে আছে।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চান্দ্রা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক তানহা ফারুকী সঞ্চয় পাটওয়ারীসহ স্থানীয় বিএনপি যুবদল,ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়