রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ২১:১৮

সংখ্যালঘুদের নিয়ে অপ্রপচার, গুজব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রস্তুত বিএনপি

স্টাফ রিপোর্টার
সংখ্যালঘুদের নিয়ে অপ্রপচার, গুজব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রস্তুত বিএনপি

সমাজে লুকিয়ে থাকা আওয়ামী লীগ প্রেতাত্মারা সাম্প্রদায়িক সংঘাত নিয়ে সাজানোর নাটক করে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিম ।

শনিবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন ।

অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, ছাত্র-জনতার বিপ্লবের বিজয় নস্যাৎ করা যাবে না। অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বাংলাদেশের মানুষ বসবাস করে আসছে।বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বিএনপির আমলে সংখ্যালঘুরা নিরাপদে ছিল।চাঁদপুরে আমরা সনাতন ধর্মাবলীদের সযত্নের সাথে সতর্ক পাহারায় রেখেছি।

বরং আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের উপর নির্যাতন বেড়ে যায়।

এই সম্প্রীতি বজায় রাখতে হবে। কেউ যেন কোনোভাবেই সহিংসতায় জড়াতে না পারে। কেউ কোনো ধ্বংসাত্মক ও উসকানিমূলক কাজ করলে তাকে আইনের হাতে তুলে দেব।সামাজিক কোনো নৈরাজ্য আমরা বরদাশ করব না।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিবাদী দখলদার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ২-৩ সপ্তাহ ধরে যে পরিমাণ নির্যাতন সরকার চালিয়েছে, এই আন্দোলন সফল করতে ছাত্রছাত্রীরা যে অকুতোভয় ভূমিকা রেখেছে, যেভাবে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, তা অবিস্মরণ।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়