সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০০:২৩

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে ছাত্রদলের বিক্ষোভ

বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

বুধবার (১৭ জুলাই) বিকালে চাঁদপুর হাসান আলী সরকারী হাই স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত কোটাবিরোধী আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজার নামাজ শেষে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয় শহরে। মিছিলে বিএনপি যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়। হাসান আলী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে মাতৃপীঠ স্কুল মোড় হয়ে পরে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে নতুনবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

এ সময় কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, কোটাবিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের শেখ হাসিনা রাজাকার আখ্যায়িত করেন। এর প্রতিবাদে যখন সারা দেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তখন আওয়ামী লীগের নির্দেশেই ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি করেছে। এতে আমাদের এক ছাত্রদল নেতাসহ কয়েকজন মারা গেছেন। হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। সেই বিচার না করে তারা বিএনপির পার্টি অফিসে হামলা চালিয়েছে।

জেলা ছাত্র দলের সভাপতি ইমান হোসেন গাজীসহ ছাত্রদলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়