শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাধীনতা মনে হচ্ছে একমাত্র আওয়ামী লীগের জন্য : ইঞ্জিঃ মমিনুল হক

মোঃ মঈনুল ইসলাম কাজল
স্বাধীনতা মনে হচ্ছে একমাত্র আওয়ামী লীগের জন্য : ইঞ্জিঃ মমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ সেপ্টেম্বর বিকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীর বাড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, কিছু মন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কুটুক্তি করছেন, যা করা সমচিন নয়। আজ দেশের মাঝে কাউকেই কথা বলতে দেয়া হয় না। তা দেখে মনে হয় স্বাধীনতা একমাত্র আওয়ামীলীগের জন্য। তিনি সরকারের উদ্দেশে বলেন, ২০২৩ সাল বেশি দুরে নয় ক্ষমতা ছেড়ে দিতে হবে। বিএনপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে। ১৩ বছর বহু মামলা হামলার মধ্যে রয়েছি। সুসময়ে কাউকে সুবিধা দেয়া হবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, বিএনপির নেতা জিয়া উদ্দিন বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব এড শাহেদুল হক মজুমদার সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন প্রমূখ।

আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজীর জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এছাড়া করোনা মোকাবেলায় দলের পক্ষ থেকে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়