রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ মে ২০২৪, ২১:০২

উপজেলা পরিষদ নির্বাচন

মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে সিরাজুল মোস্তফা তালুকদার নির্বাচিত

মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আসমা

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে সিরাজুল মোস্তফা তালুকদার নির্বাচিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ ১ম ধাপের নির্বাচন ৮ মে মতলব দক্ষিণ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় তিনজন প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দোয়াত-কলম প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল মোস্তফা তালুকদার। তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৯শ’ ১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে সৈয়দ মনজুর হোসেন পেয়েছেন ১৬ হাজার ১শ’ ১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে বিএইচএম কবির আহমেদ পেয়েছেন ১৩ হাজার ৩শ’ ৬১ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ৩শ’ ৮৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ১শত ৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শ’ ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নাজমা আক্তার আসমা পেয়েছেন ২৩ হাজার ২শত ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিনুর বেগম পেয়েছেন ২৩ হাজার ২২ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬ হাজার ৩শ’ ৬৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ২শ ২৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৬ হাজার ৪শ’ ৯৫ ভোট। শতকরা হার ২৩.৬০%।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়