শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ২০:৫৯

গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

দেশে আইনের শাসন ও ন্যায় বিচারের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে : অ্যাডঃ সেলিম আকবর

স্টাফ রিপোর্টার
দেশে আইনের শাসন ও ন্যায় বিচারের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে : অ্যাডঃ সেলিম আকবর

চাঁদপুরে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় জেলা গণফোরামের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশে আইনের শাসন ও ন্যায় বিচারের জন্য সোচ্চার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশ আজ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, দল-মত-নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মহামারী করোনাকালীন সময়ে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে আগামীতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জানিয়েছেন তিনি।

জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গণফোরামের সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা বাসুদেব মজুমদার, জেলা শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক শহীদ বকাউল, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রফ বাবু, যুবনেতা মিন্টু সরকার, টেলু গাজী, গণফোরাম নেতা জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড গণফোরামের সাধারণ সম্পাদক দুলাল শেখ প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা, শহর ও যুব গণফোরামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়