শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১৭:২০

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কেন্দ্র কমিটির নেতা-কর্মীদের সাথে মতবিনিময়

শুধু মুখে নয়, বুকেও বঙ্গবন্ধুকে ধারন করতে হবে : ডা. দীপু মনি এমপি

অনলাইন ডেস্ক
শুধু মুখে নয়, বুকেও বঙ্গবন্ধুকে ধারন করতে হবে  : ডা. দীপু মনি এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, রাজনীতি করতে হলে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে । শুধু মুখে নয়, বুকেও বঙ্গবন্ধুকে ধারন করতে হবে। আর মুখে বঙ্গবন্ধু অন্তরে আরেক এর থেকে বেড়িয়ে আসতে হবে।

সকল নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

শনিবার (২ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চাঁদপুর - ৩ সদর আসন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কেন্দ্র কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে বালিয়া ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে অন্য ইউনিয়নের চেয়ে বালিয়া ইউনিয়নে ভোটার উপস্থিতি কম ছিল। তবে কিছু কিছু কেন্দ্রে ভোট ভাল হয়েছে। ইউনিয়নের মধ্যে সাপদি ভোট কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট হয়েছে। এজন্য কেন্দ্র কমিটিকে ধন্যবাদ। আর গুলিশা গ্রামের একটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ফলাফল সন্তোষজনক ছিলো না। আগামীতে সে দিকে খেয়াল রাখতে হবে।

দীপু মনি বলেন, কেন্দ্র কমিটির সাথে মতবিনিময়ের কারণ হলো ভুল ত্রুটিগুলো শুধরিয়ে পরবর্তী নির্বাচনগুলোর জন্য প্রস্তুত রাখা।সেই লক্ষ্যে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ইউনিয়ন ও ওয়ার্ডগুলোকে গুছাতে হবে। আগামীতে কেন্দ্র কমিটিগুলো ওয়ার্ডে বসে গঠন করা হবে। এমন লোকদের কমিটিতে আনতে হবে, যারা নির্বাচনে আগের দিন অর্থের কাছে বিক্রি হয় না কিংবা দলের সাথে বেইমানি করে না।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হান্নান মিজির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ওয়ার্ড কেন্দ্র কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর গাজী, ইউপি সদস্য জাহিদ হোসেন ও কেন্দ্র কমিটি নেতা আব্দুস সাত্তার প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়