শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭

ভাষা শহীদদের প্রতি সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়া লীগ শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার
ভাষা শহীদদের প্রতি সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়া লীগ শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বুধবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে দলের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে কালো ব্যাজ ধারণ করে র‌্যালি সহকারে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতা-কর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুর রশিদ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক আহছান উল্লাহ আখন্দ, অ্যাডঃ জহিরুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে,রাত ১২টা ০১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ।

দলের শত শত নেতাকর্মী শহীদ মিনার প্রাঙ্গণে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে অবস্থান নিতে দেখা যায়।য এরপর চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিলুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ নেতা পিপি এডভোকেট রঞ্জিত রায় চৌধুরী,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট সাইফুদ্দিন বাবু, এমরান হোসেন, সঞ্জীব পোদ্দার, সাখাওয়াত খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট হেলাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ সবাই মিলে শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়