বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ১৮:১৭

মতলব দক্ষিণে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

দল যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন না হয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী

রেদওয়ান আহমেদ জাকির
দল যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন না হয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামছুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে কাজের জন্য মন্ত্রী বানিয়েছেন। আমি কাজ করতে চাই। দল যাতে জনগন থেকে বিচ্ছিন্ন না হয়, সেদিকে নেতাকর্মীরা সজাগ থাকতে হবে। নেতাদের কাজ কর্মের কারণে জনগনের মাঝে যেন বিতৃষ্ণার কারণ না ঘটে।

তিনি আরো বলেন, নিজের স্বচ্ছ ভিত্তিতে বিশ্বাস করি। আমি অধ্যাপনা করেছি। নিয়ম নিষ্ঠার সাথে চলেছি সারা জীবন। সেটার জন্য পুরস্কৃত হয়েছি। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মাননীয় প্রধানমন্ত্রী ও আমার জন্য দোয়া করবেন।

সাধারণ মানুষের মধ্যে অনেক সমর্থক আওয়ামী লীগের। নির্বাচনে ৪৭% ভোট পেয়েছে আওয়ামী লীগ। এটা একটা বিরাট সংখ্যা। এটাকে ধরে রাখতে হবে। মতলব দক্ষিণ উপজেলায় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় আজ ২৫ আগষ্ট বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনুসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলা কমকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়