শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:২৬

এখলাছপুরে মায়া চৌধুরীর নৌকার পক্ষে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক

এখলাছপুরে মায়া চৌধুরীর নৌকার পক্ষে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক
মাহবুব আলম লাভলু

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এখলাছপুর ইউনিয়নের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহধর্মিণী পারভীন চৌধুরী রীনা।

তিনি বলেন, আমার সন্তান প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জন্য দোয়া চাই। সে যদি আজ থাকতো আপনাদের কাছে তার বাবার জন্য ভোট চাইতে আসতো। সে আজ অনেক দূরে চলে গেছে, যেখন থেকে আর কোন দিন ফিরে আসবে না। তার পক্ষে আমি আপনাদের কাছে এসেছি আমার স্বামীর জন্য ভোট চাইতে। দয়া করে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। আর আমার ছেলের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে।

বিশেষ অতিথির বক্তব্যে দেন- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জোষ্ট পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীণা। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনারা নৌকা মার্আকায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। নির্বাচনের দিন আপনারা সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনা সরকার নারী বান্ধব সরকার। চাঁদপুর -২ আসনে নৌকা বিজয়ী হলে নারী উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এখলাছপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীমা নাছরিন সুহিনূর ও পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন।

আরো বক্তব্য উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিউলি আক্তারসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মহিলা নেত্রীবৃন্দ। এ সময় বিপুলসংখ্যক নারীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়