শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:৫০

এমপি হয়ে মতলবে প্রথম আগমন

মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্মার্ট মতলব গড়বো

------------------মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

মাহবুব আলম লাভলু
মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্মার্ট মতলব গড়বো

৭ জানুয়ারি নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। গত ১০ জানুয়ারি শপথ গ্রহণ করে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি নিজ বাড়ি মতলব উত্তরের মোহনপুরে আগমন করেন। মায়া বীর বিক্রমের আগমন উপলক্ষে বিকেলে বাংলা বাজার এলাকায় হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হন। মতলব উত্তর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা একি চাকমা মিত্রসহ প্রশাসন ও বিভিন্ন নেতা-কর্মী ও মোহনপুরে প্রিয় নেতাকে বরণ করে নেন।

এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, মতলবের মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আমাকে কথা দিয়ে কথা রেখেছে। এবার আমার পালা। আমি আমার ওয়াদা পালন করবো। স্মার্ট মতলব গড়তে যতো উন্নয়ন দরকার তা করবো।

তিনি আরো বলেন, আমি এর আগে মতলব থেকে আরো দুইবার নির্বাচিত হয়েছিলাম এবং মন্ত্রী ছিলাম। তখন ব্যাপক উন্নয়ন করেছি। গত ৫ বছর তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্মার্ট মতলব গড়বো।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, আওয়ামী লীগের শিল্গ ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, শাহ আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা মানিক দর্জি, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসনে চৌধুরী, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম গাজী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান রাঢ়ী, সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, জেলা মোটর শ্রমিকলীগের সভাপতি মাসুদ সরকার, পজেলা শ্রমিক লীগ নেতা খোরশেদ চৌধুরী, শামীম প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান মামুন, এসএম নোমান দেওয়ান, বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য সদরুল আমিন, জুবায়ের আহমেদ জনিসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়