প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫
আবারও দুইদিনের অবরোধের ঘোষণা বিএনপির
জামিনে মুক্তি পেলেন আক্তার মাঝিসহ ৭ নেতা
মঙ্গলবার বিরতি দিয়ে আবারও দুই দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দশম দফায় বুধবার ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
|আরো খবর
সোমবার (০৪ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সভায় এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণায় আগামী বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার ( ৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে বিএনপি। এ ছাড়া ১০ ডিসেম্বর মানববন্ধনের কর্মসূচিও রয়েছে।
রিজভী জানান, ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা সারা দেশে জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে বিএনপির গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতা-কর্মীর পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেবে।
এদিকে, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি
সহ অঙ্গ-সংগঠেনের সাত নেতা জামিন পেয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা কারাগার থেকে তারা মুক্ত হোন।
বিষযটি নিশ্চিত করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
তিনি জানান, ২৮ অক্টোবরের পর চাঁদপুর শহর এলাকা হতে পুলিশ চলমান আন্দোলন দমানোর জন্য প্রথম দফায় আক্তার মাঝি,সফিউদ্দিন বাবলুসহ আমাদের সাতজন নেতাকে আটক করে জেলে দিয়েছিলো।মাহামান্য হাইকোর্ট থেকে তাদের জামিন হয়েছে। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তারা মুক্তি পায়।
অ্যাডঃ সেলিম বলেন,কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচি চাঁদপুরেও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। একদফার দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলছে এবং চলবে।