প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:১২
চাঁদপুর-১ কচুয়া আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে দাখিল করা এক শতাংশ ভোটার সমর্থনসূচক স্বাক্ষর তালিকায় গরমিল পাওয়ায় এই ঘোষণা দেন চাঁদপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।
|আরো খবর
তবে গোলাম হোসেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখানোয় তাঁরা সমর্থনসূচক সই দেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। এমন ‘ষড়যন্ত্র’ হতে পারে আশঙ্কা করে তাঁরা আগেই বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিষয়ে তাঁরা আপিল করবেন।
গোলাম হোসেন এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
এই আসনে গোলাম হোসেনের পাশাপাশি নানা অসঙ্গতির কারনে আরও চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে কোনো ত্রুটি না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বৈধ হওয়া বাকি তিন প্রার্থী হলেন সাবেক এমপি ও জাতীয় পার্টির (জাপা) এ কে এস শহিদুল ইসলাম, জাসদের সাইফুল ইসলাম ও জাকের পার্টির মো. মাসউদুল হাসান।
বিভিন্ন ত্রুটি থাকায় এই আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া চারজন হলেন বাংলাদেশ কংগ্রেসের জামাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন, রাহাদ চৌধুরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেলিম প্রধান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের পাঁচটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। প্রথমে চাঁদপুর-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
এ সময় রিটার্নিং কর্মকর্তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল রহমান ও এনএসআই কর্মকর্তা শাহ আরমান আহমেদ প্রমুখ।