শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:০৬

চাঁদপুর-২ আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

মাহবুব আলম লাভলু
চাঁদপুর-২ আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার ৪ ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি দলীয় মনোনীত লাঙ্গল প্রতিকের এমরান হোসেন মিয়া, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সিআইপি, বাংলাদেশ সুপ্রিম পাটি (বিএসপি)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দলীয় মনোনীত একতারা প্রতিকের প্রার্থী শাহ মো. মনির হোসেন বেপারি, জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতিকের প্রার্থী ওবায়দ উল্লাহ মোল্লা, জাতীয় সমাজ তান্ত্রীক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি মশাল মনোনীত প্রার্থী অধ্যাপক হাছান আলী শিকদার এবং মুসলিম লীগের মনোনীত হারিকেন প্রতীকের শাহ আলম।

এর আগে ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৭ জনের মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত প্রত্যেক প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্র্যাহারের শেষ দিন, ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়