প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ২২:৩৬
ফরিদগঞ্জে অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য ফরিদগঞ্জ উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তাও ইউএনও মৌলি মন্ডলের কাছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম সেন্টু, সাবেক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, পৌন=র কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, যুবলীগ নেতা আকবার হোসেন মনির, আমিন হোসেন এমরান, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ।
মনোনয়নপত্র জমা দিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জাহিদুল ইসলাম রোমান বলেন, দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় এবং ফরিদগঞ্জ উপজেলার হাজার নেতাকর্মীর বারংবার অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি।