রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ২১:১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করায় মতলবে মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করায় মতলবে মিছিল
মাহবুব আলম লাভলু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চাঁদপুর -২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এসি মিজানের পক্ষে আনন্দ মিছিল করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার খবর পেয়ে ১৬ নভেম্বর সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা থেকে আনন্দ মিছিলটি বের করা ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- ছেংগারচর পৌরসভার সাবেক সহায়ক সদস্য ও সাবেক ছাত্রনেতা আলীনূর বেপারি, ছেংগারচর পৌর বাজার সমবায় বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পৌর যুবলীগ নেতা কাউছার আলম, হারুন মিয়া, ছাত্রলীগ নেতা আকবর ফরাজি, ছেংগারচর কলেজ ছাত্রলীগ নেতা আলভি শাকিল প্রমুখ।

এসময় তারা বলেন, সঠিক সময়ে সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, গনতন্ত্রের মানষকন্যা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা, দেশরত্ন শেখ হাসিনা'কে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সেই সাথে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই। তারা আরো বলেন, এই নির্বাচনে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যেনো মতলবের জনবান্ধব ও কর্মী বান্ধব নেতা, মতলব উত্তর উপজেলা আওয়মীলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজানকে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই১-৪ ডিসেম্বর, আপিল ৬-১৫ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ০৭ জানুয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়