রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ২০:২৯

সরকারের পদত্যাগ ও তফসিলের প্রতিবাদে রবি ও সোমবার বিএনপির হরতাল

সরকারের পদত্যাগ ও তফসিলের প্রতিবাদে রবি ও সোমবার বিএনপির হরতাল
অনলাইন ডেস্ক

সারা দেশে আগামী রবি ও সোমবার হরতাল ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করল দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং গতকাল নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

সারাদেশে ১৯ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ২১ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে বলে জানান বিএনপির এই নেতা।

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক বিভেদের মধ্যে ১৫ নভেম্বর বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপি ও এর সমমনা দলগুলোর পাশাপাশি বাম গণতান্ত্রিক জোটও এই তফসিল প্রত্যাখ্যান করেছে।

তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। বিএনপির সঙ্গে সরকার পতনের একদফা আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চও এদিন হরতাল পালন করছে। এর সঙ্গে বিএনপির পঞ্চম দফা অবরোধ কর্মসূচি চলছে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকেই হরতাল–অবরোধের মতো কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে দেশবাসী। ওই সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়েছে। দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় এখনো চলছে।

এদিকে,বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া চাঁদপুরে বিএনপির ৪৮ ঘন্টার অবরোধ শেষ হয়েছে। অবরোধে শহর এলাকা ছিলো শান্তিপূর্ণ। আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিনসহ বিএনপির ২ জনকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। রাজনৈতিক মামলায় তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

অপরদিকে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিলের পর চাঁদপুর - হাজীগঞ্জ সড়কের মহামায়াসহ বিভিন্ন স্থানে দুর্বৃত্তের হামলায় একাধিক গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

এছাড়া বুধবার গভীর রাতে হাজীগঞ্জ টোড়াগড়ে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে অবরোধের প্রতিবাদে চাঁদপুর রেলওয়ে কোর্টস্টেশনে অন্য দিনের মতো সর্তক পাহারায় অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

পুরাণবাজার ৩নং ওয়ার্ড এলাকায় সর্তক অবস্থান নিতে দেখা যায় ফারুক বেপারীর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়