প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ২১:২১
তফসিলকে স্বাগত জানিয়ে কচুয়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তফসিলকে স্বাগত জানিয়ে কচুয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. গোলাম হোসেনের অনুসারীরা আনন্দ মিছিল বের করে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর বাজারের কচুয়া সাব-রেজিস্ট্রার অফিস এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান। মিছিলে অংশ গ্রহণকারীরা শেখ হাসিনার সরকার, বার বার দরকার। ৭ তারিখ শুভদিন নৌকা মার্কায় ভোট দিন। যোগ্য নেতা গোলাম হোসেন, নৌকা মার্কায় তাকে চাই।
|আরো খবর
মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর সিএনজি স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের রুমি, কাউন্সিলর আব্দুল কাদের, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস্ মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক কামাল মজুমদার, পৌর যুবলীগের সহ-সভাপতি আলী আক্কাস, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, যুবলীগ নেতা ফারুকুল ইসলাম, আবু হানিফ, জহিরুল ইসলাম, কালু শেখ, নিলয়, লিমনসহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীবৃন্দ।
একই দিনে কচুয়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক এনবিআরের চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো. গোলাম হোসেনের সমর্থনে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে রহিমানগর বাজারে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উত্তর বাজার হাজী আবদুল হাই মার্কেটের সামনে থেকে বের হয়ে দক্ষিণ বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় হাজী আব্দুল হাই মার্কেটের সামনে এাসে শেষ হয়। মিছিলে অংশ নেয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, সেলিম, লিটন মুন্সি, সহসভাপতি শাহজাহান প্রধান, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক।