বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ২০:৪১

ফরাজীকান্দি দরবার শরীফের পীর শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারতে নুরুল আমিন রুহুল এমপি

ফরাজীকান্দি দরবার শরীফের পীর শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারতে নুরুল আমিন রুহুল এমপি
মাহবুব আলম লাভলু

মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে ফরাজীকান্দি দরবারের শরীফের প্রতিষ্ঠাতা ও পীর ক্বি¡বলা আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।

শুক্রবার (১১ নভেম্বর) বাদ জুম্মা কর্মী-সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাতেমা-তুজ-জোহরা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন তিনি। দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।

জিয়ারত শেষে নুরুল আমিন রুহুল এমপি বলেন, দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে সবসময় ইসলামের উন্নয়ন হয়, মসজিদ মাদরাসার উন্নয়ন হয়। বাংলাদেশের সকল ধর্মের মানুষের প্রাণের নেত্রী শেখ হাসিনা আজ বিশ্বসভায় পরম মর্যাদায় অভিষিক্ত।

তিনি আরো বলেন, ফরাজীকান্দি মাদরাসা কেবল মতলবের নয়, সারাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামি দর্শনীয় স্থাপনা। এটি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তাছাড়া বর্তমান সরকার মডেল মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে। ফাতেম-তুজ-জোহরা জামে মসজিদেরও সংস্কারে যে কোনো সহযোগিতা করতে আমি প্রস্তুত।

রুহুল বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মসজিদ, মাদরাসা, মন্দির, স্কুল, কলেজ, রাস্তাঘাট, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী।

এ সময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাতেমা-তুজ-জোহরা জামে মসজিদের খতিব মাওলানা মো. যাকারিয়া, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়