প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২০:২৪
রোববার থেকে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ আহ্বান বিএনপির
২ দিন বিরতি দিয়ে চতুর্থ দফায় অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। সরকার পতনের একদফা দাবিতে টানা ৪৮ ঘণ্টা অবরোধ শেষে ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি আহ্বান করে দলটি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো । বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
|আরো খবর
এছাড়া আজ শুক্রবার বাদ জুমা চলমান আন্দোলনে শ্রমিকসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী প্রতিটি মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বিএনপি। এদিকে এলডিপি এবং লেবার পার্টিও সরকার পতনের একদফা দাবিতে একই কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে, গেল ৪৮ ঘন্টার অবরোধ চাঁদপুরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। জনজীবন ছিল অনেকটাই স্বাভাবিক, যথা নিয়মে ট্রেন চলেছে, যাত্রী নিয়ে ছেড়ে গেছে লঞ্চ। দূরপাল্লার বাস চলাচল না করলেও শহরে চলেছে সবধরনের যানবাহন। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধের সমর্থনে বিএনপি বা শরিক দলের কোন পিকেটিং করার খবর পাওয়া যায়নি।
অপরদিকে, অবরোধের প্রতিবাদে চাঁদপুর কোট স্টেশন, শহরের কদমতলাসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ও অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।
অবরোধ কর্মসূচি ঘিরে বিএনপি ও জামাত নেতা-কর্মীদের পুলিশের ধরপাকড় অভিযান এখনো অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অসংখ্য নেতা-কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশে পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়।