বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২০:২০

বিএনপি-জামাতের অবরোধ বিরোধী এসি মিজানের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না

-------------------মোঃ মিজানুর রহমান (এসি মিজান)

মাহবুব আলম লাভলু
সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না

মতলব ব্রীজে বিএনপি-জামাতের অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও মতলব দক্ষিণ উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে মন্তব্য করেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এসি মিজান।

বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার এনায়েতনগর সাহেববাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মতলব ব্রীজ হয়ে মতলব দক্ষিণ উপজেলার নবকলস, বারোঠালিয়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসি মিজান বলেন, বিএনপি দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করছে। দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতারা সজাগ থাকতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবে না। দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিকভাবে উচিত জবাব দেওয়া হবে।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম মুরাদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লেলিন খান, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, যুবলীগ নেতা সেলিম রেজা মোহন, আলম শামসুজ্জামান, ছেংগারচর পৌর যুবলীগ নেতা কাউছার, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন বাবু, যুবলীগ নেতা রবিউল সরকার, মোঃ কাউছার হোসেন, ওমর ফারক জর্জ, মোঃ কাওছার মিয়াজী, যুবলীগ নেতা কাজী তামজিদ, রাজিব প্রধান, মাহফুজ মিয়া, মনির হোসেন, খান জাহাঙ্গীর, কাজী ডালিম, মোঃ শামীম, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, রাজিব হোসেন জয়সহ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়