সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ২০:২৬

মোশারফকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ  

মোশারফকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ  
অনলাইন ডেস্ক

সরকার বিরোধী চলমান অবরোধ কর্মসূচির রাজনৈতিক মামলায় চাঁদপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেনের কারাগারে জিজ্ঞাসাবাদে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুর সদর জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন।

চাঁদপুর সদর কোর্ট পুলিশের এসআই কামাল উদ্দিন জানান,সদর মামলা নং-১৩৭, জিআর ৭৮২/২৩ আটক ৬ আসামিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বাগাদী চৌরাস্তার ঘটনায় রিমান্ড চাওয়া হয়।

রিমান্ড শুনানি শেষে আদালত বিএনপি নেতা হাজী মোশারফ হোসেন ও লিটন পাঠানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও রাসেল পাটোয়ারী ওরফে চান মিয়া, শাহরিয়ান,কাশেম পাটোয়ারী, সেলিম বেপারী এই চারজনকে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন

সিরিয়াল আইনজীবী এডভোকেট সেলিম আকবর, এডভোকেট শামসুল ইসলাম মন্টু, এডভোকেট জহির উদ্দিন বাবর, এডভোকেট মনিরা চৌধুরীসহ অন্যরা।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহজাহান উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি নেতা মোশারফের আত্মীয়-স্বজন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়