রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ২১:৪১

পৌর আওয়ামী লীগ ও যুবলীগের অবরোধ বিরোধী মিছিল ও সভা

পৌর আওয়ামী লীগ ও যুবলীগের অবরোধ বিরোধী মিছিল ও সভা
গোলাম মোস্তফা

বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের নামে নৈরাজ্য ঠেকাতে চাঁদপুর পৌর আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে উভয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকালে শহরের নতুন বাজার কদমতলাস্হ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবন সন্মুখে অবস্থান নেয়।

পরে পৌর আওয়ামীলীগ ও যুব লীগের নেতাকর্মীদের উদ্যোগে নতুন বাজার কদমতলা এলাকা থেকে একটি হোন্ডা মিছিল বের হয়ে শহরের ষোলঘর এলাকায় পথসভা ও বাবুরহাট বাজার মোড়ে পথসভা করে।

এরপর পথসভা শেষে অবরোধ বিরোধী মটর সাইকেল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে।

এছাড়াও দিনভর নেতাকর্মীদের সক্রিয় অবস্থান ছিল দৃশ্যমান। গতকাল সোমবার চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় তাদের সক্রিয় অবস্থানে দেখা গেছে।

এদিকে ষোলঘর ও বাবুরহাট এলাকায় পথসভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম বাদল, আঃ গনি গাজী, জিয়াউর রহমান দিপু প্রমুখ।

এদিকে অবরোধের মাঠে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির টহল দিতে দেখা যায়। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় অবরোধের দিনেও চাঁদপুর থেকে রেলপথে ট্রেন, লঞ্চ ও বাস চলাচল স্বাভাবিক ছিলো।

তবে শহরের সড়কগুলোতে ছোট ছোট যানবাহনের চলাচল ছিল বেশি। এর ফলে শহরের বিভিন্ন সড়কগুলোতে দেখা যান যানজট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়