প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১৮:২০
শাহরাস্তিতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকসভা
ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট শনিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান করেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও শাহরাস্তি-হাজীগঞ্জের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের হামলা একই সূত্রে গাঁথা। তারা চেয়েছিল দেশকে মেধাশূণ্য করতে , তাদের স্বপ্ন পূরণ হয়নি। জনগণের দোয়ায় বঙ্গবন্ধু সুযোগ্য কণ্যা আজ দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি বলেন, ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের হামলা একই সূত্রে গাঁথা। বর্তমানে ষড়যন্ত্র কারীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের মাঝে থেকে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের থেকে সতর্ক থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।