রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ২০:৫৯

তারা ক্ষমতায় যাওয়ার মোহে দেশে আবারো নারকীয় তাণ্ডব শুরু করেছে

-------------আবু সাহেদ সরকার

ফরিদগঞ্জ ব্যুরো
তারা ক্ষমতায় যাওয়ার মোহে দেশে আবারো নারকীয় তাণ্ডব শুরু করেছে

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাছ বেপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ ও কৃষকলীগের সাধারণ সম্পাদক সফর আলী ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল্ল্যাহ, সদস্য কামাল মিয়াজী, পৌর আওয়ামী লীগ নেতা রসু মিয়া, রাধাকৃষ্ণ মাঝি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন প্রমুখ।

সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার তাঁর বক্তব্যে বলেন, বিএনপির আচরণ এখন ইসরাইলের মতো। তারা ক্ষমতায় যাওয়ার মোহে দেশে আবারো নারকীয় তাণ্ডব শুরু করেছে। এসব আর মেনে নেয়া যায় না। তাদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ। মনোনয়ন যাকেই দেয়া হোক না কেন, কেউই দলের বিপক্ষে যাবে না, এটা নিশ্চিত। তাই যারা তলে তলে আওয়ামী লীগের গ্রুপিংয়ের সুযোগ নিবেন বলে চিন্তা করছেন, তারা সাবধান। আজ তরুণ প্রজন্মও আওয়ামী লীগের উন্নয়ন এবং সঠিক রাষ্ট্র পরিচালনায় সন্তুষ্ট। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবেই। কারণ জনগণ আর কোনো ভুল করবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়