সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ২১:১৮

মতলব উত্তরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এম ইসফাক আহসান সিআইপি

শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে

বাবুল মুফ্তি
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে   মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে। দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের জন্য এই সম্মানের ব্যবস্থা শেখ হাসিনা করেছেন । যারা জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছে, বিজয় এনেছে, তাদের সম্মান দেখানো আমাদের সকলের কর্তব্য বলে মনে করি।

শনিবার ২১ অক্টোবর সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতরদী নিজ বাসভবনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আ‘লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয় প্রত্যাশাী এম ইসফাক আহসান(সি আইপি) এসব কথা বলেন ৷

তিনি বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ সম্মানিত ভাতা, আবাসন, সুদমুক্ত লোনের ব্যবস্থা ও মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নসহ চলাফেরায় নানা সুযোগ-সুবিধা দিয়েছেন। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছেন মুক্তিযোদ্ধাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকার মানি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার।

মুক্তিযোদ্ধারা মারা গেলে তারা যেন সম্মান পান সেই ব্যবস্থা শেখ হাসিনা করেছেন । জাতির পিতা যেমন তাদের সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, নির্যাতিত মা-বোনদের জন্য একটা কোটা সিস্টেমের ব্যবস্থা করে ছিলেন,শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শুধু মুক্তিযোদ্ধা নয়, তাদের সন্তান ও বংশ পরম্পরায় যারা আসবে তারাও যেন প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার পায় সেই ব্যবস্থাও করে দিয়েছে ৷

মুক্তিযুদ্ধে শহীদ সকল সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করে এম ইসফাক আহসান বলেন, ৭৫’র পরবর্তী সময়ে এ দেশের ইতিহাস বিকৃত করা হয়েছিল। দেশ স্বাধীন করার জন্য যে

আত্মত্যাগ, আন্দোলন ও সংগ্রাম করা হয়েছিল দেশের নতুন প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে জানতে দেয়া হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নতুন প্রজন্ম সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পেরেছে ৷

এম ইসফাক আহসান বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি আমাদের নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রচারের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও বংশধরদের এখনি প্রস্তুতি নিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের পক্ষে কাজ করতে হবে কারণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় আনতে

মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে ৷

ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া চেয়ে যে কোন সমস্যায় মুক্তিযোদ্ধাদের পাশে থাকার আহবান জানিয়ে এম ইসফাক আহসান (সি আই পি) বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।’

মতবিনিময় শেষে দুপুরে মধ্যাহ্নভোজে অংশ গ্রহন করেন মুক্তিযোদ্ধাগণ ৷

বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ,এম এ সাত্তার, সৈয়দ আহমেদ বুলবুল,নুরুল হক সরকার,মজিবুর রহমান, মোফাজ্জল হোসেন, মোঃ মুন্টু মিয়া প্রমুখ ৷

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বীরমুক্তি যোদ্ধা বিল্লাল হোসনে মৃধা,বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া,

মনির হোসেন,নুরুল হক সরকার

সিরাজুল ইসলাম ,সৈয়দ আহমেদ বুলবুল ,মিলন মুন্সি,নুরুল ইসলাম

আবদুল হানান,মজিবুর রহমান সরকার

মো,রুহলআমিন খান,আলী আহমেদ

মোসাদ্দেক হোসেন ,গোলাম মোস্তফা

ওয়াদুদ মোল্লা ,সহিদ উল্লা

চানমিয়া,আলী আজম,আব্বাস প্রধান ,আমির হোসেন

আব্দুল রশিদ ,মিজানুর রহমান ,সরকার কবির উদ্দিন ,আ ছাত্তার ,মাতব্বর আলী ,এম এম আজিজুল রহমান ,মিজানুর রহমান ,জয়নাল, শুক্কুর মৃধাসহ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় শতাদিক মুক্তিযোদ্ধাগণ ৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়