প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৮:৪৯
ঢাকার যুব সমাবেশে চাঁদপুর জেলা যুবদল নেতাকর্মীদের অংশগ্রহণ

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ঢাকায় বিশাল "যুব সমাবেশে যোগ দিয়েছে চাঁদপুর জেলা যুবদলের অসংখ্য নেতা কর্মী।
|আরো খবর
- মোশাররফ হোসেন কচুয়ার তৃণমূল বিএনপির প্রার্থী : উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার
- বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে টেকসই গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত হবে : উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার
- তরুণ সমাজ আগামী দিনের তারুণ্যের প্রতীক তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় : জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক
১৬ অক্টোবর ২০২৩, সোমবার বিকালে এই যুব সমাবেশ রাজধানীতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
ঢাকার যুবসমাবেশকে সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী চাঁদপুর থেকে ঢাকায় গিয়ে
চমকপ্রদ শোডাউন করা হয় ।
তারা ঢাকায় পৌঁছে দুপুর ২টায় কেন্দ্রীয় যুবদল আয়োজিত যুব সমাবেশে যোগ দিতে রাজপথে শোডাউন করে বিরাট মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়। জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন এই তথ্য জানান।
এ সময় চাঁদপুর জেলা যুবদলের ব্যানার ফেস্টুন প্লাকার্ডে সুসজ্জিত হয়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে চাঁদপুর জেলা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে ঢাকার যুব সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দ।