সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১৯:৪৫

তিন দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে

চাঁদপুরে রাজনৈতিক সম্প্রীতির লক্ষ্যে নাগরিক প্রতিনিধিদের আলোচনা সভা

মিজানুর রহমান
চাঁদপুরে রাজনৈতিক সম্প্রীতির লক্ষ্যে নাগরিক প্রতিনিধিদের আলোচনা সভা

১৫ অক্টোবর রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সুশীল সমাজ ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানানো হয়। রোববার চাঁদপুর জেলার আন্তঃরাজনৈতিক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে ‘এমএএফ এডভোকেসি ফর পলিটিকাল হারমনি এনগেজিং উইথ সিভিল সোসাইটি রিপ্রেজেনটেটিভ’ শিরোনামে একটি মুক্ত আলোচনা থেকে এ আহ্বান জানানো হয়।

ইউএসএআইডি-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এ তিন দলের সমন্বয়ে গঠিত এমএএফ-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মুক্ত আলোচনায় সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি চর্চার স্বার্থে বড় দুই দলের সহনশীল আচরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনীতিবিদদের সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানানো হয় অংশগ্রহণকারী সুশীল সমাজের পক্ষ থেকে। সেই সাথে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তারা তুলে ধরেন।

ম্যাফের পক্ষ থেকে চাঁদপুরে রাজনৈতিক সম্প্রীতি স্থাপনের জন্যে রাজনৈতিক দল সমূহের সিনিয়র নেতৃবৃন্দের নিকট পিটিশন উপস্থাপন করা হয়। সেই সাথে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চাঁদপুরে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকার করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ একেএম সলিমুল্লাহ সেলিম, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মুনিরা চৌধুরী, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসূদা নূর খান, ম্যাফের চাঁদপুর শাখার সভাপতি মুনির চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী।

অনুষ্ঠান পরিচালনা করেন ম্যাফ চাঁদপুরের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী (আওয়ামী লীগ) ও কোষাধ্যক্ষ নাহিদা রহমান সেতু (বিএনপি)।

রাজনৈতিক সৌহার্দ্যরে সংস্কৃতি এগিয়ে নেয়ার পরিকল্পনা বিষয়ক কর্মশালায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এ তিন দলের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যম, চিকিৎসক, শিক্ষকসহ পেশাজীবী নেতৃবৃন্দ, তরুণ সংগঠক, নারী সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এ আয়োজন চাঁদপুরের রাজনৈতিক দলসমূহের মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো বেগবান করছে বলে উল্লেখ করে বলেন, চাঁদপুরে রাজনৈতিক ও সামাজিকভাবে সৌহার্দ্য সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তাদেরকে এক প্লাটফর্মে নিয়ে যে সংস্থাগুলো কাজ করছে তাদের বিভিন্ন কার্যক্রমের ফলে এ জেলার সোহার্দ্য ও সম্প্রীতির রাজনীতিকে আরো বেগবান করছে।

নেতৃবৃন্দ আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাঁদপুর শান্তির শহর। এখানে সামাজিক বন্ধনে আমরা সবাই আবদ্ধ। রাজনৈতিকভাবে যে যেই দলই করুক না কেন, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি আছে এবং তা বজায় রাখা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়