প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১৯:৪৬
কচুয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ড. মহীউদ্দীন খান আলমগীরের মতবিনিময় সভা
কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ড. মহীউদ্দীন খান আলমগীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আওয়ামী
লীগের দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বলেন -জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই কচুয়ায় এতো অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কচুয়ার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কচুয়া সাচার-গৌরিপুর সড়ক দুই লেন থেকে ৪ লেনে উন্নীত করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে সড়কের কাজ শুরু হবে। ৪ লেন সড়ক উন্নীত হলে কচুয়া হবে এই অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র। আপনারা শেখ হাসিনার পাশে থাকবেন,আমি আপনাদের পাশে আছি।
উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোবারক হোসেনের সভাপতিত্বে ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক মো.কবির হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ দর্জি, কামরুন নাহার,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন ভূইঁয়া,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার,বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান,পালাখাল মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.ইমাম হোসেন,সদর ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি মো.লিটন মুন্সি,সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন,কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের মো.জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক আবুল হাছানাত ফরহাদ,কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী,সাংগঠনিক সম্পাদক জিসান পাটওয়ারী,আওয়ামী লীগ নেতা ডা.নিজাম,উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর কামাল হোসেন অন্তর, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব পাঞ্জল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন টিটু,কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.জাকির হোসেন বাটা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল,যুবলীগ নেতা শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান বিএসসি প্রমুখ। এসময় উপজেলার আওমামী লীগ ও সহযোগী সংগঠনের তৃনমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।