সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:১০

মতলব উত্তরে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা সমাবেশ

স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচনকে বানচালে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে

-----------------------মো:মিজানুর রহমান

মাহবুব আলম লাভলু
স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচনকে বানচালে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে

চাঁদপুর -২(মতলব উত্তর -মতলব দক্ষিণ)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো:মিজানুর রহমন(এসি মিজান) বলেছেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচনকে ভণ্ডুল করার জন্য দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। সারা পৃথিবীতে যেভাবে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় সেভাবেই বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু হবে। ষড়যন্ত্রের নীলনকশা না করে আপনারা নির্বাচনে আসুন।বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শেখ হাসিনা ১৯ বার মৃত্যুকে আলিঙ্গন করেছেন ।

শনিবার (২৩ সেপ্টেম্বর ) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।

এসি মিজান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুসহ বাংলাদেশের সকল পর্যায়ে শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে বিভিন্ন দফা দিয়ে রফায় পরিণত হয়েছে।

তিনি আরোও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এ দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু নিরলসভাবে কাজ করেছেন। তাকে হত্যার মধ্য দিয়ে চলমান অগ্রযাত্রাকে বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে শেখ হাসিনার স্বপ্ন লালিত উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বছর শেষেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করতে হবে। দলীয় সাবান নেত্রী নৌকা যার হাতে তুলে দিবেন আমরা সকল নেতা কর্মী তার পক্ষে কাজ করবো।

এসি মিজান বলেন, নিজের স্বার্থ না দেখে দেশ-জাতি ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য নয়।

মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লা প্রধানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্যাহ সরকার,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য আতিকুল ইসলাম শিমুল,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরকার মোঃ আবুল কালাম, ছেংগারচর পৌর কাউন্সিলর শাজাহান মোল্লা,উপজোলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম মিজান,ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়