প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৭
কচুয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা, প্রদর্শনী ও আলাচনা সভা
জনপ্রতিনিধিরা সঠিকভাবে সেবা দিলে স্থানীয় সরকার অধিক শক্তিশালী হবে
-----ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকারের বেশির ভাগ প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আধুনিকায়ন হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকারের অধীনে নির্বাচিত জনপ্রতিনিধিগণ সঠিকভাবে সেবা প্রদান করলে স্থানীয় সরকার আরও অধিক শক্তিশালী হবে। বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষের পেশাগত বৈষম্য দূর করে সামাজিক সমতা নিশ্চিত করা হয়েছে।
|আরো খবর
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা, প্রদর্শনী ও আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপ্রধানে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকৌশলী আবদুল আলিম লিটন, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের আয়োজনে মেলায় স্থান পাওয়া স্টলগুলো পরিদর্শন করেন।