প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ২০:২৬
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে চাঁদপুরে বিএনপির মৌন মিছিলে তানভীর হুদার যোগদান
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে চাঁদপুরে মৌন মিছিল করেছে বিএনপি। আজ বুধবার (৩০ আগস্ট) জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে একটি মৌন মিছিল বের করে।
রাজধানীর পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
মৌন মিছিলে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা।
বিকাল ৪টায় চাঁদপুরের চিত্রলেখার মোড় থেকে, ছায়াবানী মোড় হয়ে, কালীবাড়ী শপথ চত্বর, জেএম সেন গুপ্তরোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের মোড়ে গিয়ে এই মৌন মিছিল শেষ হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা কালো পতাকার মিছিল নিয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মৌন মিছিল শুরুর স্থলে এসে উপস্থিত হচ্ছেন। তারা জোট বেঁধে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকার যান চলাচল কমে এসেছে। মানুষজনকে হেঁটে কর্মস্থলে বা গন্তব্যে যেতে দেখা যাচ্ছে।
বিএনপির সঙ্গে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোও উপজেলার বিভিন্ন স্থান থেকে এই
মৌন মিছিল কর্মসূচি শুরু করে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে শেষ করে।
কেন্দ্র ঘোষিত বিএনপির আজকের আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মৌন মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা'র নেতৃত্বে মৌন মিছিলে অংশগ্রহণ করেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপি সহ-সভাপতি ও ফরাজী কান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা,
বিএনপি নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, মহসিন মন্ডল, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, যুবদল নেতা জসিম মিঝি, মোঃ বাবুল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, আব্দুল হালিম, শামসুদ্দিন, ইউপি সদস্য মোঃ সায়েম, ইউপি সদস্য আল আমিন, বিল্লাল হোসেন রনি, আক্তার হোসেন, আহমেদ হোসেন মিন্টু, মোবারক হোসেন, হাসানুল কিবরিয়া তপন, উপজেলা তাতীদলের সহ-সভাপতি মফিজুল ইসলাম খান, সাধারন সম্পাদক কামরুল ইসলাম হানিফ, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সোলেমান প্রধান, সাত্তার, নাজমুল প্রধান, মোঃ সেলিম হোসেন, মোঃ ফরিদ, মোঃ আনোয়ার, মোঃ সুমন, নোমান, সোহরাফ হোসেন, আব্দুল আজিজ, মনির জামতলা, মোঃ নোমান, ছেংগারচর পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জমির, উপজেলা মৎসজীবী দলের সভাপতি কবি নুর মোহাম্মদ খান, মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মুরাদুজ্জামান, শাহাদাত হোসেন, মামুন মনির, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক মোঃ সারোয়ার ফরাজী, আকাশ, রিদয়, নাদিম ভুইয়া প্রমুখ।