সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১৯:০১

বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি ফুল বাগানে রূপান্তর করতে চেয়েছিলেন : অ্যাড.নুরুল আমিন

বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি ফুল বাগানে রূপান্তর করতে চেয়েছিলেন : অ্যাড.নুরুল আমিন
মাহবুব আলম লাভলু

ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, মানুষের মৌলিক অধিকার–খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিতকরণের মাধ্যমে মানুষের অভাব- অনটন, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণ এবং উন্নত জীবনের লক্ষ্যে বঙ্গবন্ধু ছিলেন বদ্ধপরিকর ও অগ্রগামী ব্যক্তিত্ব। তিনি একটি ধ্বংসস্তূপ থেকে প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন সাধনের মাধ্যমে বাংলাদেশকে একটি ফুল বাগানে রূপান্তর করতে চেয়েছিলেন। জীবনের পুরোটা সময় এদশের মানুষের মঙ্গলের জন্য ব্যয় করা বঙ্গবন্ধু চেয়েছিলেন ‘সোনার বাংলা’ গড়তে।

২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য তাঁর জীবনের অর্ধেক সময় কারাভোগ করেছেন। তিনি সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। বঙ্গবন্ধু বাঙালি জাতি তথা বিশ্বের অবিসংবাদিত নেতা।

ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত)আলহাজ্ব নুরুদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির,চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন ও তাসলিমা আক্তার আখি,ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমতউল্লা চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী লীগের নেতা ইব্রাহিম মিয়া, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবির হায়াত শিহাব, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ,ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনির হোসেন,উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক নুরুন্নবী খান,মাজহারুল খান তামিম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবু তাহের প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়