প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ২১:১৩
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চাঁদপুরে বিএনপির লিফলেট বিতরণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে চাঁদপুর শহর এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
|আরো খবর
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে শহরের তিনটি স্থান থেকে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ভাগ হয়ে এই লিফলেট বিতরণ করেন।
পাল বাজার ব্রিজ চত্বর এলাকা থেকে লিফলেট বিতরণের নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম,সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও দেওয়ান সফিকুজ্জামান ।
বিপনীবাগ চিত্রলেখা মোড় এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম ও পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি।
মুক্তিযোদ্ধা সড়ক রেলওয়ে হকার্স মার্কেট ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মনিরা বেগম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডঃ কোহিনুর ও সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার নেতৃত্বে মহিলা দল।
লিফলেট বিতরণ শেষে রেলওয়ে কোর্ট স্টেশনে সংক্ষিপ্ত পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সেলিম উল্লাহ সেলিম বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার।
আপনারা জানেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে। সুচিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশ পাঠানোর দাবি করছি।
তিনি আরো বলেন, নেত্রীর কিছু হলে দায় সরকারকে নিতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা চাঁদপুরবাসীকে জানান দিতে এই লিফলেট বিতরণ করেছি।
চাঁদপুর সরকারি কলেজের সামনে
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমউস সালাম বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য আমাদের আজকের এই লিফলেট বিতরণ।আমাদের নেত্রীর যদি কিছু হয় তাহলে এদেশের মানুষ আপনাদের ছাড় দিবে না।এখনো সময় আছে আমাদের নেত্রীকে মুক্তি দিন। তারা আবারো ২০১৪-১৮ মতো নির্বাচন করতে চায়। কিন্তু তা আর এদেশের মানুষ হতে দিবে না।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ,সহ-সভাপতি, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ,বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ ইউনুছ, এডভোকেট শামসুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির
সহ-সভাপতি আফজাল হোসেন,জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট মনিরা চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট কোহিনূর, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, জেলা তাঁতি দলের সভাপতি সাবেক কমিশনার আলী আহমদ সরকার, বিএনপি নেতা মনিরুল ইসলাম,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন সাগর, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি,মেরাজ চোকদার, শামসুল আলম সূর্য, ইউসুফ আলী, সোলেমান ঢালী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ছৈয়াল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ মস্তান, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।