প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৮:১৩
কচুয়ায় মাছের পোনা অবমুক্ত করলেন ড. মহীউদ্দীন খান আলমগীর
কচুয়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়,বর্ষা প্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মুখস্থ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।এসময় উপস্থিত ছিলেন - চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা মেহেদী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাছান, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।
|আরো খবর
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, এ বছর কচুয়া উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১০-১৫ সেন্টিমিটার সাইজের ২শ৮৫ কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা ছাড়া হচ্ছে।
একইদিন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলা আনসার ভিডিপি'র নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
ছবি: মাছের পোনা অবমুক্ত করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।