সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১৭:৪২

কচুয়ায় আওয়ামী লীগের ৩ নেতার পৃথক গণসংযোগ

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় আওয়ামী লীগের ৩ নেতার পৃথক গণসংযোগ

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে কচুয়ায় আওয়ামী লীগের ৩ নেতা গণসংযোগ করেছেন। শনিবার (৮ জুলাই) সকাল থেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো. গোলাম হোসেন দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে উঠান বৈঠক, মতবিনিময় ও গণসংযোগ করেন।

ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের গণসংযোগ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

ড. সেলিম মাহমুদ কচুয়া উত্তর ইউনিয়নের জলাতেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক শেষে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পূর্ব বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় করেন।

মো. গোলাম হোসেন বিকালে উপজেলার শ্রীরামপুর, মনোহরপুরে গণসংযোগ শেষে নলুয়ায় মতবিনিময় সভায় যোগদান করেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৩ মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলেধরে দ্বাদশ নির্বাচনে নৌকার ভোট চেয়ে নিজেদের প্রার্থীতার জানান দেন। শনিবার একই দিনে তিন নেতার পৃথক পৃথক এসব অনুষ্ঠানকে ঘিরে স্পষ্টতই আওয়ামী লীগ তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে বলে তৃণমূল আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী ও সমর্থকগণ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়