শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ২১:১৯

জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা

বঙ্গবন্ধুর সকল কাজে শক্তি যোগাতেন ফজিলাতুন্নেছা মুজিব : শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুর সকল কাজে শক্তি যোগাতেন ফজিলাতুন্নেছা মুজিব : শিক্ষামন্ত্রী
ছবি : সংগৃহিত
অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ আগস্ট রোববার বিকেলে চাঁদপুর শহরের নতুনবাজার কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাঙালি জাতির এক মহীয়সী নারী হচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। তিনি জাতির পিতার সকল কাজের অনুপ্রেরণা যোগাতেন, মনের শক্তি যোগাতেন। ৭ মার্চ বঙ্গবন্ধু যে অলিখিত ভাষণটি দিয়েছিলেন, তার অনুপ্রেরণা এবং মনের শক্তিও ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। কারণ, বঙ্গবন্ধু সেদিন রেসকোর্স ময়দানে যাওয়ার আগে তাঁর স্ত্রীকে তিনি জিজ্ঞেস করেছিলেন বক্তৃতায় তিনি কী বলবেন। জবাবে বঙ্গমাতা বলেছিলেন, তোমার মনে যা আসবে তুমি তাই বলবে। কারো কথার দিকে না ঝুঁকে তুমি তোমার মনের কথাই বলবে। কারণ, তুমি বাঙালির মনের ভাব বুঝ। বাঙালি কী চায় সেটা তুমি পরিপূর্ণভাবে বুঝতে পারো। তাই তোমার বক্তৃতার দ্বারাই বাঙালির মুক্তি আসবে। এভাবেই বঙ্গমাতা সকল কাজে বঙ্গবন্ধুকে সাহস যোগাতেন।

সেই মহীয়সী নারীর আজ ৬১তম জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। আমি মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলবো- আপনারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শকে অনুসরণ করুন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, জেলা পরিষদ সদস্য আয়েশা রহমান লিলি, পৌর কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা বেগম, আয়েশা রহমান, সাহিদা বেগম, শামিমা খান মুন্নি, আয়েশা হাসান শ্যামলি, কানিজ আয়েশা কবিতা, নূরজাহান কুমকুম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়