বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ১৯:৩০

মতলবে ড. শামসুল আলম গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

দুর্নীতি, মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মাহবুব আলম লাভলু
দুর্নীতি, মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মতলব উত্তর উপজেলায় ড. শামসুল আলম গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

১৬ ডিসেম্বর শুক্রবার রাতে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বালুরচর আদর্শক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল। কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে, সমাজ সেবক ব্যারিষ্টার জুয়েল সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মতলব উত্তরের সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, সমাজ সেবক আনিছুল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শ দেশ গঠনে যুব সমাজকে বিপথগামিতা থেকে বিরত রেখে দুর্নীতি, মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এজন্য ক্রীড়া উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থ বরাদ্দ দিয়ে স্টেডিয়াম নির্মাণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আর এতে করে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসছে দক্ষ খেলোয়াড়।

তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই প্রতিটি এলাকাতেই এ ধরনের খেলাধুলার আয়োজন করা খুবই জরুরী।

টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা বালুচর আদর্শ ক্লাবকে ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহন করেছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়