প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ১৮:৩৬
খুলনায় বিএনপির গণসমাবেশ শুরু
খালেদা জিয়ার জন্য আসন

খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় খুলনা বিএনপির বিভাগীয় গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও এর আগে সকাল ১১টায় জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
|আরো খবর
- গুপ্টিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
- খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্যের ইফতার বিতরণ
- আমরা চাঁদপুরে একটি সুন্দর জনসভা করতে চাই জিয়া খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছাড়া অন্য ছবি থাকলে ব্যবস্থা : শেখ ফরিদ আহমেদ মানিক
সভা শুরুর কয়েক মিনিট পর সমাবেশের প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসন গ্রহণ করেন। তার পাশে একটি আসন খালি রাখা হয় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির এই বিভাগীয় সমাবেশ।
সভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর ফেরিঘাট এলাকার সোনালী ব্যাংক চত্বর। এর আগে সকাল থেকে ধানের শীষ ও জাতীয় পতাকা, দলীয় পতাকা ও নেতাকর্মীদের ছবিসংবলিত ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা।