সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৪

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা বিকেলে

চাঁদপুরে কে পাচ্ছেন জেলা পরিষদ মনোনয়ন জানা যাবে আজ

অনলাইন ডেস্ক
চাঁদপুরে কে পাচ্ছেন জেলা পরিষদ মনোনয়ন জানা যাবে আজ

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেই সুবাদে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন কে পাচ্ছেন তাও জানা যাবে আজ।

ইতিমধ্যে দলের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৭ জন। তারা হলেন : জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ইউসুফ গাজী, মনজুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, জেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়