সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন

আজ আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

আজ আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করবে আজ। আজ শনিবার বিকেল ৪টায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভা বসবে। মনোনয়ন বোর্ডের প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। চাঁদপুর জেলা পরিষদেও চেয়ারম্যান পদে প্রার্থী আজ চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে। দলীয় বিভিন্ন সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১৭ অক্টোবর চাঁদপুরসহ সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিকে চাঁদপুর জেলা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে সাতজন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তাঁরা হচ্ছেন : জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মনজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দুবারের সাবেক সভাপতি ও জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ আহছান হাবীব এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ।

আজ দিন শেষেই জানা যাবে কে জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়