প্রকাশ : ২২ জুন ২০২১, ০৯:১৬
জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা
রণাঙ্গনেও বীরের মতো লড়াই করেন জিয়া : ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ জুন সোমবার চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় দিনব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
|আরো খবর
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), শওকত মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন, উপদেষ্টা আবু তাহের পাটোয়ারী।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জাতির চরম দুঃসময়ে মৃত্যু ভয়কে উপেক্ষা করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি ২৫ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। শুধু তাই নয়, রণাঙ্গনেও তিনি বীরের মতো লড়াই করেন। সেই মহান নেতার আদর্শের অনুসারী আমরা।
তারা আরো বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশের গণতন্ত্রকে বাক্সবন্দী করে রেখেছে। এই বন্দী দশা থেকে গণতন্ত্রকে উদ্ধার করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। যেমনিভাবে জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। জনগণ এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। তারা বুকের ভেতরে ক্ষোভ জমিয়ে রেখেছে। সেই ক্ষোভ যে কোনো সময়ে গণআন্দোলনে রূপ নেবে। এই আন্দোলনে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বুকের তাজা রক্ত দিতেও প্রস্তুত রয়েছে।
সভা থেকে আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
ভার্চুয়াল এ আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন আহমেদ শিশু, মাসুদুর রহমান মাঝি, কামরুজ্জামান হাসনাত, খোকন মিজি, শামছুল আলম সূর্য, মোঃ ইউসুফ আলী, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন ও অলি আহমেদ চৌধুরী।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের চাঁদপুর জেলা ও সকল উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সভাকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বেশ চাঙ্গা দেখা যায়। তারা সকাল ১০টা থেকে সভাস্থলে উপস্থিত হন এবং ধৈর্য সহকারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনামূলক বক্তব্য শুনেন।