প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ১৭:০১
শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল
প্রতিটা বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু জড়িয়ে আছেন : মেয়র জিল্লুর রহমান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট রবিবার বাদ যোহর চাঁদপুর পৌরসভা ভবন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি'র দীর্ঘায়ু কামনা এবং শিক্ষামন্ত্রীর অসুস্থ স্বামীর রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পৌর ভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ জাকির হোসাইন।
|আরো খবর
মিলাদপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন। মেয়র বলেন, বাংলাদেশের আজকের যে সুদৃঢ় অবস্থান, তার ভিত্তি তৈরি করেছিলেন বঙ্গবন্ধুই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। উক্ত আলোচানা সভায় আরো বক্তব্য রাখেন পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিলে পৌরসভার ক্যাশিয়ার মশিউর রহমান, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাডঃ হেলাল হুসাইনসহ কাউন্সিলরগণ এবং পৌরসভার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।