শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ১০:০১

চাঁদপুর জেলা জাতীয় পাটির পরিচিতি সভায়

আগামী নির্বাচনে জাতীয় পাটির লাঙ্গল প্রতীক কে বিজয়ী করুন- এমরান হোসেন মিয়া

স্টাফ রিপোর্টার
আগামী নির্বাচনে জাতীয় পাটির লাঙ্গল প্রতীক কে বিজয়ী করুন- এমরান হোসেন মিয়া

চাঁদপুরের কৃতি সন্তান, জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি এমরান হোসেন মিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের জন্য এবং দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমান সরকারের সীমাহীন দূর্নীতি, লুটপাট ও ব্যর্থতার কারণে এ সরকার কে জনগণ আর চায় না।

অপরদিকে দেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে দেশে জ্বালাও পোড়াও এবং নৈরাজ্য সৃষ্টিকারী একটি রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় আসার স্বপ্নে দেশে আজ অরাজকতা সৃষ্টি করে জনগণকে দূর্ভোগে ফেলে দেশের রাষ্ট্র ক্ষমতায় চায়। তিনি চাঁদপুরের জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে জাতীয় পাটির প্রতীক, দেশের রাষ্ট্র পরিচালনায় সফলতার প্রতীক জাতীয় পাটি কে রায় দেওয়ার আহবান জানান।

জনাব, এমরান হোসেন মিয়া গতকাল ৫ আগষ্ট বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ পালকি কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা জাতীয় পাটির নবগঠিত কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখের পরিচালনায় উক্ত পরিচিতি সভায় জেলা জাতীয় পাটির নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা, পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে নবগঠিত কমিটির সভাপতি এমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখ কে দলীয় নেতাকমীরা ফুলেল শুভেচছা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়