প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ২২:৩০
ছারছীনা দরবার মানুষকে আল্লাহ মুখী করতে দাওয়াতি কাজ করছেন : যুব হিযবুল্লার কেন্দ্রীয় সভাপতি

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ কল্যাণপুর ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) বিকেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব হিযবুল্লার কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মফিজ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ছারছীনা দরবার মানুষকে আল্লাহ মুখী করতে দাওয়াতি কাজ করছেন। পথ ভোলা মানুষ অলীদের সোহবতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমলী জিন্দগী গঠন করেছে। মানুষের আমল-আখলাক হবে প্রিয় নবীজির নমুনায়। তিনি আরো বলেন, রমজান গুনামাফের মাস। এ মাসে শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল শবে কদর। এই রমজানে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করুন। আর রাতে ২০ রাকাত তারাবীহ নামাজ আদায় করুন। রমজানের শেষ দশকে কিয়ামুল্লাইল এর মাধ্যমে তৌওবা এজতেগফার করে আল্লাহ ওয়ালা হতে নিজেকে তৈরি করুন।
জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সংগঠনের কল্যাণপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সহ-সভাপতি মাওঃ মোঃ মেহেদী হাসান রুহানি, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জসিম উদ্দিন গাজী প্রমুখ।
কল্যাণপুর ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহ সাবেক সভাপতি মাওলানা সোলাইমান হাজরীর সঞ্চালনায় মিলাদ-কিয়াম পরিচালনা করেন জুলফিকার হামদ নাত গজল পরিবেশক দলের কেন্দ্রীয় সদস্য আকরাম হোসাইন। উপস্থিত ছিলেন জমইয়াতে হিযবুল্লাহর চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি মোঃ শফিউল আলম, হাজিগঞ্জ উপজেলার জমইয়াতে হিযবুল্লাহর তালিম সম্পাদক মাহমুদুল হক, দাসাদী কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোহাম্মদ রেদওয়ান খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্র হিযবুল্লাহ সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আশরাফ, কল্যাণপুর ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ তারেক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করেন প্রধান অতিথি।